Operation Sindoor: ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান !
ABP Ananda LIVE: ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে পাকিস্তানের ঢাল যাত্রীবাহী বিমান! ভারতকে আটকাতে জঙ্গিদের মতো নিরীহদের ঢাল করছে পাকিস্তান! করাচি-লাহোরের মধ্যে বিমান বন্ধ না করে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান' । 'ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান' । 'ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান' । '৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান: বিদেশমন্ত্রক
সীমান্তে পাক বোমা-মর্টার, সীমান্তের রাজ্যে সতর্কতা। রাজস্থানের জয়সলমেরে আতসবাজিতে নিষেধাজ্ঞা। ১৫ মে পর্যন্ত গুজরাতে আতসবাজি-ড্রোনে নিষেধাজ্ঞা। চন্ডীগড়: ৭ জুলাই পর্যন্ত আতসবাজিতে নিষেধাজ্ঞা। রাজস্থানের বারমেঢ়ে কড়া বিধিনিষেধ জেলা প্রশাসনের । বিকেল ৫টার পর থেকে পুরোপুরি সব বাজার বন্ধের নির্দেশ। সন্ধে ৬টা - সকাল ৬টা পর্যন্ত রাজস্থানের বারমেঢ়ে ব্ল্যাকআউট। ব্ল্যাকআউটের সময় যানবাহন চলাচলও সম্পূর্ণ নিষিদ্ধ। সামরিক এলাকার ৫ কিলোমিটারের মধ্যে নো এন্ট্রি। বারমেঢ়ে আতসবাজির উপরেও নিষেধাজ্ঞা। অমৃতসর: রাত ৮টা থেকে ব্ল্যাকআউট।


















