Kashmir Attack: পহেলগাঁও হামলায় কি মদত দিয়েছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস-ও?
ABP Ananda Live: পহেলগাঁও হামলায় কি মদত দিয়েছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস-ও? পহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএ-র প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আইএসআই-এর মদতে লস্কর-ই-তৈবার সদর দফতরে পহেলগাঁও হামলার ছক, এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা, আইএসআই ও পাকিস্তান সেনা ষড়যন্ত্র করে হামলা চালায়, এনআইএ সূত্রে খবর পাকিস্তানের নির্দেশেই হামলা, এনআইএ সূত্রে খবর। বেতাব ভ্যালিতে পহেলগাঁও হামলার অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা, এনআইএ সূত্রে খবর।
গুজরাতে পৌঁছে গিয়েছে INS সুরাত। সেখানে যুদ্ধজাহাজটিকে দেওয়া হয়েছে জল-সেলাম
আরব সাগরে শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে ভারত। তার মধ্যেই গুজরাতে পৌঁছে গিয়েছে INS সুরাত। সেখানে যুদ্ধজাহাজটিকে দেওয়া হয়েছে জল-সেলাম। ডেস্ট্রয়ার শ্রেণির এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রাডারে সহজে ধরা পড়বে না। এই যুদ্ধজাহাজে রয়েছে ক্ষেপণাস্ত্র, কামান, টর্পেডো-সহ নানা উন্নত অস্ত্র। শুধু জলেই নয়, স্থলেও শক্তি দেখাচ্ছে ভারত। এবার ট্যাঙ্ক মহড়ার ভিডিও প্রকাশ করল ভারতীয় সেনা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা দেশ যখন প্রত্যাঘাতের কথা বলছে, তখন ট্যাঙ্ক-ম্যানের এরকম ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সেনা।


















