Kashmir Incident: 'প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতেই হবে', দাবি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর
ABP Ananda Live: ভূস্বর্গকে রক্তাক্ত করেছে পাকিস্তানের যে জঙ্গিরা, তাদের ছাড়বে না ভারত। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের বুঝিয়ে দিয়েছেন, এবার আর জঙ্গিদের রেহাই নেই! প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতেই হবে, দাবি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
পহেলগাঁও সন্ত্রাসের নেপথ্যে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা, পাক গোয়েন্দা সংস্থা ISI এবং পাক সেনার মিলিত ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ মিলেছে। বৈসরনে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্য়ালীলা নিয়ন্ত্রিত হয়েছে পাকিস্তান থেকে। হামলায় জড়িত দুই পাক জঙ্গি হাশিম মুসা এবং আলি ভাই ওরফে তলহা। পুরো অপারেশন পর্বে লাগাতার পাক অধিকৃত কাশ্মীরে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগে ছিল এদের। NIA সূত্রে খবর, তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। NIA সূত্রে খবর, তদন্তে জানা গেছে, হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। সূত্রের খবর, NIA-র তদন্ত রিপোর্টে জঙ্গিদের ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW-দের ভূমিকারও উল্লেখ রয়েছে। বৈসরনে নিরীহ পর্যটক খুনের ঘটনায় কারা কারা ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে কাজ করেছে, সূত্রের খবর, তাদের তালিকাও তৈরি করে ফেলেছে NIA. তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















