Children's Day: শিশু দিবসে শিশুদের কাউন্সেলিং-এর উদ্যোগে মুদিয়ালি ক্লাব | Bangla News
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে শিশুদের মনের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন। ছিল কাউন্সেলিংয়ের ব্যবস্থাও। উদ্যোক্তা মুদিয়ালি ক্লাব। শিশুদের পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরে বয়স্কদের প্রেশার, সুগার পরীক্ষার ব্যবস্থাও ছিল।
করোনা কালে দীর্ঘদিন ধরে ঘরবন্দি শিশুরা। সমবয়সীদের সঙ্গে খেলার সুযোগও নেই। এর জেরে চাপ পড়তে পারে শিশুমনের ওপর। তাই ১৪ নভেম্বর, আন্তর্জাতিক শিশু দিবস এবং ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে উপলক্ষে মুদিয়ালি ক্লাবের স্বাস্থ্যশিবিরে আলাদা করে জোর দেওয়া হল শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর। রবিবার মুদিয়ালি ক্লাবের স্বাস্থ্য শিবিরে ব্লাড প্রেশার, সুগার পরীক্ষার ব্যবস্থা তো ছিলই। সেইসঙ্গে ছিল শিশুদের কাউন্সেলিং-এর ব্যবস্থাও। হোক না স্বাস্থ্য শিবির, দীর্ঘদিন পর বাড়ির বাইরে বেরোতে পেরে খুশি ছোটরাও। ব্যাট-বল নিয়ে খেলাতেও মেতে উঠল কচিকাঁচারা। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ ও রাসবিহারীর তৃণমূল বিধায়ক। এদিন মুদিয়ালি ক্লাবের তরফে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বেশ কিছু শিশুকে জামাকাপড়ও দেওয়া হয়।