(Source: ECI/ABP News/ABP Majha)
CIMA Gallery: বিভিন্ন শিল্পীর অসংখ্য কাজ নিয়ে শুরু ‘সিমা সামার শো’, চলবে ৩ জুলাই পর্যন্ত
জলরং-তেলরং থেকে ভাস্কর্য, ইনস্টলেশন। ভিন্ন মাধ্যম, নানা আঙ্গিক৷ বিভিন্ন শিল্পীর অসংখ্য কাজ৷ সিমা গ্যালারিতে শুরু হল সামার শো৷ চলবে ৩ জুলাই পর্যন্ত।
ছবি কথা বলে। তাঁদের তুলির টানে ফুটে ওঠে জীবনের নানা সময়ের ছবি। শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল বিশেষ প্রদর্শনী।
‘সিমা সামার শো’। ভোটবাজারে বাড়ছে গরম! চড়ছে উত্তেজনার পারদ। তার মধ্যেই সিমার সামার শো যেন চোখের আরাম, প্রাণের শান্তি। করোনা আবহে এবারের প্রদর্শনীতে নির্দিষ্ট কোনও বিষয়ের বাঁধন নেই। জলরং-তেলরং থেকে ভাস্কর্য, ইনস্টলেশন। নানান মাধ্যম, নানান আঙ্গিক৷ স্থাপত্য ও চিত্রকলার মেলবন্ধন৷ মেলবন্ধন প্রবীণের সঙ্গে নবীনেরও। রামকিঙ্কর বেজ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সতীশ গুজরাল, গণেশ পাইন, মকবুল ফিদা হোসেন, লালুপ্রসাদ সাউ, শ্রেয়সী চট্টোপাধ্যায় থেকে প্রশান্ত পাতিল, মনীশ মৈত্র...প্রবাদপ্রতিম শিল্পীদের সঙ্গে এক সারিতে রয়েছে সিমার পুরস্কারপ্রাপ্ত নবীন শিল্পীদের শিল্পকর্মও। সাবেকিয়ানার সঙ্গে রয়েছে আধুনিকতার ছোঁয়া।
প্রদর্শনীতে ঢুকতেই চোখ আটকাবে শিল্পী মণীশ মৈত্রর কোলাজে... সংবাদপত্রের কাটআউটে দুটো শব্দবন্ধ স্পষ্ট... ‘খেলা হবে’ ও ‘খেল খতম’! তরুণ শিল্পীর ছবিতে যেমন ভোটবঙ্গের ছাপ... তেমনই করোনা আবহে একাধিক শিল্পীর শিল্পকর্মে উঠে এসেছে মহামারির প্রেক্ষাপট।
সোমবার দুপুর ৩টে থেকে ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী। মঙ্গল থেকে শনিবার, সকাল ১১টা থেকে সন্ধে ৭টা।