![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Covid Restrictions: কাল থেকে জারি বিধিনিষেধ, বন্ধ স্কুল-কলেজ, কী বললেন চিকিৎসক অজয় সরকার? | Bangla News
'ওমিক্রন (Omicron) যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে একটা বিধিনিষেধ আসবে জানাই ছিল, আমাদের সরকার ঠিকই করেছে স্কুল-কলেজগুলো বন্ধ করেছে, অফিস তো চালাতেই হবে, ৫০ শতাংশের পাশাপাশি সময়ের পরিবর্তন করে অফিসে ৫০-৫০ শতাংশ উপস্থিতি রাখা যেতে পারে। তাহলে সবাইকে কাজ করতে হবে, কাজটাও হবে।' বললেন চিকিৎসক অজয় সরকার।
কোভিড মোকাবিলায় কড়া বিধি জারি রাজ্যে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার। কাল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কাল থেকে বন্ধ। সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা। সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ। চিড়িয়াখানা সহ সব পর্যটক কেন্দ্র বন্ধ থাকবে। শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে। অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি। মৃতদেহ নিয়ে যেতে পারে সর্বোচ্চ ২০ জন। সন্ধে ৭টার পর সব লোকাল ট্রেন বন্ধ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো। ৫-এর বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত।
![RG Kar Update: বিচারের দাবিতে ৪ মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে ৩ মাস পরে ফের শুনানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/be67c1e879d930f26ba3343187c420d31733840341761535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Recruitment Scam: ১৭ ডিসেম্বর বিশেষ সিবিআই কোর্টে 'কালীঘাটের কাকুকে' হাজিরার নির্দেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/6884a069342f49f7e0bf8014271fd4b21733830829855968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar Update : ৭ নভেম্বরের পরে আজ ফের শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/a520563f5b0be7813a16d9962f4def261733811277462535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bangladesh : বাংলাদেশে লাগাতার হিনদু নির্যাতন, মোনালিসা মাইতির ডাকে যোগেশ মাইম অ্যাকাডেমিতে জমায়েত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/50679844e8f9e27e16b3b551e1eef8711733810791678535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News :কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। বালিগঞ্জের মুলেন রোডে অভিযান চালিয়ে ধৃত ১৯](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/10/68f70f531d112ddd0b206bcb9325ad441733809326453535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)