Debanjan Deb Update: এবার পুলিশে জালে ভুয়ো IAS দেবাঞ্জনের খুড়তুতো দাদা ‘ভুয়ো কন্ট্রোলিং অফিসার’ কাঞ্চন দেব
তিনি ছিলেন গুণধর ভাইয়ের সর্বক্ষণের সঙ্গী। ভুয়ো ক্যাম্প থেকে ভুয়ো ভ্যাকসিন। নকল প্রশাসনিক পদ থেকে ভুয়ো ভোট। পুলিশ সূত্রে দাবি, দেবাঞ্জনের (Debanjan Deb) মিথ্যের সাম্রাজ্যের সবই জানা ছিল তার খুড়তুতো ভাই কাঞ্চন দেবের (Kanchan Deb)। অথচ দেবাঞ্জন কাণ্ড প্রকাশ্যে আসার পরও কেন এতদিন চুপ করে ছিলেন তিনি? কেন পুলিশ সমন পাঠাতেই তিন পাতার চিঠি দিলেন কাঞ্চন? তবে কি নিজের পিঠ বাঁচাতেই পুলিশের দ্বারস্থ হন দেবাঞ্জনের খুড়তুতো দাদা? গ্রেফতারি এড়াতেই কি তিনি এই কৌশল নিয়েছিলেন? উঠে আসছে এমনই প্রশ্ন। অনেকেই বলছেন, আক্ষরিক অর্থেই গুণধর ভাইয়ের সোনার টুকরো দাদা কাঞ্চন। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে সোমবার মাঝরাতে গ্রেফতার করা হয় দেবাঞ্জনের খুড়তুতো দাদা কাঞ্চন দেব এবং সহযোগী শরৎ পাত্রকে। পুলিশের দাবি, নাকতলার বাসিন্দা কাঞ্চন ছিলেন দেবাঞ্জনের কসবার অফিসের সেকেন্ড-ইন-কম্যান্ড। তাঁকে কলকাতা পুরসভার (KMC) কন্ট্রোলিং অফিসার হিসেবে পরিচয় দেওয়া হত। প্রথম থেকেই তিনি জানতেন দেবাঞ্জন আদতে আইএএস (IAS) নন। দেবাঞ্জনের প্রতারণা কারবারে কাঞ্চনও যুক্ত ছিলেন বলে পুলিশের দাবি।