Ekhon Kolkata (Seg 1): খোদ সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছে সিন্ডিকেট-দৌরাত্ম্যে ধুন্ধুমার|Bangla News
সাংসদ সৌগত রায়ের লেক গার্ডেন্সের (Lake Gardens) বাড়ির কাছে সিন্ডিকেট-দৌরাত্ম্যে ধুন্ধুমার। তুমুল সংঘর্ষ, ধারাল অস্ত্রের কোপ, আহত ৮। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হামলা করেছে বিরোধী পক্ষ, আমরা সবাই সিন্ডিকেটের সদস্য, দাবি লেক গার্ডেন্সে সিন্ডিকেট-সংঘর্ষে আহতদের। "এমন ঘটনা ঘটা উচিত হয়নি। বখরা নিয়ে গণ্ডগোলের জের, মন্তব্য সাংসদ সৌগত রায়ের(Saugata Roy)। গতকাল রাত থেকে অশান্তির সূত্রপাত। আক্রান্তরাও তৃণমূল কর্মী ও হামলাকারীরাও তৃণমূল বলে জানা যাচ্ছে। মূলত বখরার সমস্যা নিয়েই অশান্তি। সাংসদের ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ, এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, এখন চলছে তল্লাশি।
এটা নতুন কোনও ঘটনা নয়, এটা হয়েই আসছে। আগে যেমন রাজনীতিবিদ-দুষ্কৃতী আঁতাত ছিল এখন তেমন রাজনীতির সঙ্গে দুষ্কৃতীরা একেবারে জড়িয়ে গিয়েছে। বললেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য (Salil Bhattacharya)।
পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি। কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালোরে কাজে গিয়ে বিষাক্ত গ্যাসে মৃত্যু বাংলার শ্রমিকের। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এই পাঁচ যুবকের সেখানে বিষাক্ত গ্যাসের প্রভাবে ম্যানহোলের মধ্যে মৃত্যু হয়। পাশাপাশি এই ঘটনায় আরও চারজন যুবক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা দেগঙ্গা শোকের ছায়া নেমেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ভাইরাল একটি অডিও ক্লিপ (Viral Audio Clip) ঘিরে সরগরম ক্যাম্পাস। সেই ছাত্র নেতা সঞ্জীব প্রামাণিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল (TMC) ছাত্র পরিষদের ইউনিট সভাপতি। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক তিনি। দু’দিন আগেই রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ দু’টি কলেজের পরিচালন সমিতির সরকারি প্রতিনিধি হিসেবে এই ছাত্র নেতাকে নিযুক্ত করেছেন, আর সেই ছাত্র নেতার মুখেই এরম কথা শুনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একাংশ ক্ষুদ্ধ। শিক্ষকদের তরফ থেকে প্রতিবাদ করা হয়েছে, তাঁরা পুরো বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এসএফআই-এর (SFI) তরফে এই ছাত্র নেতার শাস্তির দাবি করা হয়েছে।