Theft at writers building: সুরক্ষার বলয় ভেদ করে খাস মহাকরণ থেকে উধাও দুটি কম্পিউটার!
খাস মহাকরণে (Mahakaran) চুরি! রাজ্য প্রশাসনের পুরনো সদর দফতর থেকে একসঙ্গে খোয়া গেল দু-দুটো কম্পিউটার! কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে চুরি? নিছক চুরি? নাকি সরকারি নথি হাতানোর পরিকল্পনা? উঠছে একাধিক প্রশ্ন। তদন্তে পুলিশ। মহাকরণ, একসময় এটাই ছিল রাজ্যের প্রশাসনিক (Administration) কাজের সদর দফতর। সর্বোচ্চ নিরাপত্তার ঘেরাটোপে না থাকলেও এখনও কড়া সুরক্ষা বলয়ে মোড়া ১৫০ মিটার দীর্ঘ এই আইকনিক বিল্ডিং। আর সেখানেই কিনা হানা দিল চোর! দুটি কম্পিউটারের একটি চুরি গিয়েছে বিচার বিভাগীয় দফতরের কর্মী সৌমিত্র মণ্ডলের টেবিল থেকে। আর একটি চুরি গিয়েছে ওই দফতরেরই আরটিআই (RTI) সেল থেকে। দুটি সেলই পাশাপাশি অবস্থিত। ২৫ জুন শেষবারের মতো কাজ হয়েছিল ওই দুই কম্পিউটারে। বুধবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন মহাকরণের সেকশন অফিসার দিপ্তজিৎ সুর। পুলিশ সূত্রে খবর, ডেস্কটপের সঙ্গে চুরি গিয়েছে সিপিইউ, মনিটর, কি-বোর্ড ও মাউস।