Upper Primary: উচ্চ প্রাথমিকের নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের, নির্দেশের পরেও বিক্ষোভে চাকরিপ্রার্থীরা
অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপার প্রাইমারি নিয়োগ (Upper Primary Recruitment) প্রক্রিয়া স্থগিত রাখুক স্কুল সার্ভিস কমিশন (SSC)। হাইকোর্টের (CHC) নির্দেশের পরেও সল্টলেকে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। রায়ের কপি পাওয়ার পরে পদক্ষেপ, জানালেন এসএসসি চেয়ারম্যান। উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে হাইকোর্ট। শুক্রবার আদালতের নির্দেশের পর ১৪ হাজার ৩৩৯ পদে নিয়োগে রইল না কোনও জটিলতা। আর এদিনই সল্টলেকে এসএসসি দফতরের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। আবেদনকারীদের দাবি, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখুক স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার এসএসসি যে মেরিট লিস্ট প্রকাশ করেছে তা নিয়ে এখনও অভিযোগ রয়েছে চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, শিক্ষাগত যোগ্যতা আপলোডের প্রমাণ তাঁদের কাছে আছে। অথচ নথি আপলোড না হওয়ার কারণ দেখিয়ে নাম বাদ গিয়েছে মেরিট লিস্ট থেকে।