Kellogg College: কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন প্রতিবাদ দেখানোয় বারবার নোটিস!
ABP Ananda Live: অক্সফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা। চলাকালীন প্রতিবাদ দেখানোয় বারবার নোটিস পাঠাচ্ছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এমনই অভিযোগ করলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্য়ায়। এখনও কোনও জবাব মেলেনি বলে জানিয়েছে রাজ্য মেডিক্য়াল কাউন্সিল।
বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের
বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ, জানালেন অধ্যক্ষ। বিধানসভায় ২ দিন ধরে চলছে সেলস ট্যাক্স সংশোধনী বিলের উপর আলোচনা। গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন, বিল পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি
শঙ্কর জানিয়ে দেন, তাঁরা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। আজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠামাত্র বিজেপি বিধায়করা বেরিয়ে যান । এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার । এর পরই সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের।


















