Morning Headlines: করোনার কারণে পিছিয়ে ১২ ফেব্রুয়ারি ৪ পুরনিগমের ভোট, রাজ্যের সায়ের পরই নতুন দিন ঘোষণা কমিশনের | Bangla News
২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি। করোনার (Corona) কারণে ৩ সপ্তাহ পিছিয়ে গেল ৪ পুরনিগমের ভোট। রাজ্যের সায়ের পরই বিজ্ঞপ্তি কমিশনের।
পুরভোট পিছিয়ে দেওয়ায় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ, ট্যুইট অভিষেকের (Abhishek Banerjee)। পরবর্তী ৩ সপ্তাহে রাজ্যের সংক্রমণ হার ৩ শতাংশের নীচে নামানোর লক্ষ্য করলেন স্থির।
সঠিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোট পিছোনোয় প্রতিক্রিয়া সৌগতর। তৃণমূলের কথায় ভোট পিছলো, কটাক্ষ সুজনের (Sujan Chakraborty)। ৪ সপ্তাহ পিছনো উচিত ছিল, প্রতিক্রিয়া সুকান্তর।
বঙ্গ বিজেপির কমিটিতে ক্ষতি হচ্ছে দলের। দলকে কুক্ষিগত করতে চাইছেন এক নেতা। মনে হচ্ছে অন্য দলের সঙ্গে যোগ আছে, অভিযোগ শান্তনু ঠাকুরের। দিলেন আন্দোলনের হুঁশিয়ারি।
রাজ্যে মেলায় ছাড়। করোনা বিধি মেনে খোলা জায়গায় করা যাবে মেলা। নির্দেশিকা নবান্নের (Nabanna)। ৫০ থেকে বেড়ে ২০০ করা হল বিয়ে বাড়িতে আমন্ত্রিতের সংখ্যা।
তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ৩৯ জনের মৃত্যু। কলকাতাতেই মৃত ১২। মৃত্যু ও সংক্রমণে কলকাতা ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনাকে।
জলপাইগুড়ি ট্রেন দুর্ঘটনার তদন্তে কমিশনার অফ রেলওয়ে সেফটি। কীভাবে দুর্ঘটনা, জানতে আহতদের সঙ্গে কথা। হবে ইঞ্জিনের ফরেন্সিক পরীক্ষা। তদন্তে রাজ্যও।
দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারের পরই টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। বললেন এটাই সঠিক সময়। টেস্টেও অধিনায়ক রোহিত। খবর সূত্রের।