Bangladesh News: 'আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই?', নিজের ভিটে বাঁচাতে কাতর আর্তি মহিলার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : 'মুসলিম কান্ট্রিতে হিন্দুর কোনও জায়গা নেই। আমি হিন্দু বলে আমার কোনও জায়গা নেই? একবার দখল করেছে। আবার এসেছে দখল করতে। এর আগে আমার মা একা বাড়িতে ছিল। বাড়িতে মেরে দিয়ে সব দখল করে নিয়েছে', সুপ্রিয়া সরকার, আক্রান্ত মহিলা। ভয়ঙ্কর ছবি! ক্যামেরার সামনে কাতর আর্তনাদ করছেন মহিলা! বাঁচার আর্তি করছেন! দুর্বৃত্তদের হাত থেকে নিজের জন্মভূমিকে বাঁচানোর আর্তি করছেন! বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন হিন্দুদের ওপর অত্যাচারের পরপর ঘটনা সামনে আসছে, তখন তাতে নতুন সংযোজন হল রাজশাহি। বাংলাদেশে এবার হিন্দুদের সম্পত্তি দখলেরও অভিযোগ । রাজশাহিতে হিন্দু মহিলার জমি দখল । নিজের ভিটে বাঁচাতে কাতর আর্তি মহিলা । দলবল নিয়ে এসে হিন্দু মহিলার জমি দখল মৌলবাদীদের।
আরও খবর...
স্কুলের মধ্যেই মানসিক নির্যাতন, ফেসবুক লাইভে এই অভিযোগ করে আত্মঘাতী হলেন দক্ষিণেশ্বরের শিক্ষিকা। ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। স্কুল পরিচালক কমিটি ও প্রিন্সিপালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি। ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও। থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার ভাই। পতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্তদের।
সীমান্তের ওপারে হিন্দুদের উপর হামলা, এপারে সীমান্তে অনুপ্রবেশ। বাংলাদেশে অশান্তি, ফের সক্রিয় গরু, জাল নোট পাচারকারীরা। জলপাইগুড়ির পর এবার কোচবিহার, ফের অনুপ্রবেশের চেষ্টা। কোচবিহারের মদনাকুড়ায় সীমান্ত পেরিয়ে গরু পাচারের চেষ্টা। ভারতে ঢোকার চেষ্টা, বাধা দিলে বিএসএফের উপরেই হামলা। সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিরোধ, রবার বুলেটে এক পাচারকারী আহত। জলপাইগুড়িতেও বিএসএফের উপর হামলা, গুলিতে পাচারকারীর মৃত্যু।