Pahalgam Attack:'ছেলে বাবাকে খুঁজছে',জানালেন পহেলগাঁওকাণ্ডে নিহত বিতান অধিকারীর মামা শঙ্কর চক্রবর্তী
ABP Ananda LIVE: ২২ মে। পহেলগাঁও হামলার ১ মাস পার হল। সেদিনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পহেলগাঁওয়ের হাসপাতালের চিকিৎসকরা। শোনালেন, সেদিনের অ্য়ারেঞ্জমেন্টের কথা। কীভাবে একের পর এক মুমূর্ষু পর্যটককে প্রাণ বাঁচান তাঁরা।পর্যটকে ভরে উঠেছিল কাশ্মীর। এই সিজনে ব্য়বসা লাভের মুখ দেখতে শুরু করেছিল। তখনই পহেলগাঁওয়ে এমন ভয়ঙ্কর হামলা। তারপর থেকে উপত্য়কা প্রায় পর্যটকশূন্য়। রুটি-রুজিতে টান পড়েছে স্থানীয় ব্য়বসায়ীদের। পর্যটকদের অপেক্ষায় দিন গুনছে ফাঁকা হোটেলগুলো। পহেলগাঁও গণহত্যার এক মাস। আতঙ্ক কাটেনি বৈসরন ভ্যালির। তবে এরইমধ্য়ে হাতে গোণা কিছু পর্যটকের দেখা মিলল পহেলগাঁওয়ে। পর্যটকদের অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় মানুষরাও।পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ভূস্বর্গে। কিন্তু ফিরতে হয়েছে ভয়াবহ স্মৃতি নিয়ে। চোখের সামনে কেউ স্বামীকে, কেউ বাবাকে বুলেটে ঝাঁঝরা হয়ে যেতে দেখেছেন। যে গেছে সে তো আর ফিরে আসবে না, তবে, সেনাবাহিনীর প্রত্য়াঘাতে খুশি তাঁরা। এখন শুধু চাইছেন, হামলাকারী জঙ্গিরা দ্রুত ধরা পড়ুক।

















