নজরে ৯ চটজলদি: উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট
উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলায় হাইকোর্টে স্বস্তি রাজ্যের। অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তালিকা প্রকাশের ক্ষেত্রে রাজ্যের ভূমিকায় সন্তুষ্ট বলে জানিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, তালিকা প্রকাশের পরে অভিযোগ থাকলে পরবর্তী পদক্ষেপ নেবে এসএসসি। অভিযোগ খতিয়ে দেখতে হবে সচিব পর্যায়ের আধিকারিককে। আবেদনকারীকে ডেকে শুনানি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।
ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের মামলায় রাজ্যের তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে হাইকোর্ট! কলকাতা হাইকোর্ট এই মামলায় আজ জানিয়েছে যে এই মামলায় আপাতত সিবিআই তদন্তের কোনও প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে তদন্ত শুরু করল ইডি (ED)। আগামী সপ্তাহে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। ভুয়ো ভ্যাকসিনেশনকাণ্ড মামলায় ইসিআইআর (ECIR) দায়ের ইডির। মোট ৬টি ইসিআইআর দায়ের ইডির।
ধৃত সনাতন রায়চৌধুরীর বিরুদ্ধে এবার নতুন অভিযোগ। তাঁর বিরুদ্ধে ভুয়ো মানবাধিকার সংগঠন চালানোর চাঞ্চল্যকর দাবি করলেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক। পাশাপাশি সামনে এসেছে সনাতনের বাংলাদেশ-যোগের বিষয়টিও।
মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে ১২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন কলকাতা থেকে ধৃত দু’জনকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয়। শুভাশিস পতি ও নিতু রায় নামে এই দুই অভিযুক্তকে গতকাল ঝাড়গ্রাম পুলিশের আধিকারিকরা কলকাতা পুলিশের সহযোগিতায় কলকাতা থেকে গ্রেফতার করেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পরেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়। আজ পিএসি-র চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ।
পিএসি চেয়ারম্যান হিসেবে মুকুলের নাম ঘোষণার প্রতিবাদে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘কোনও বিষয়েই আলোচনার সুযোগ কেউ পায়নি। রীতি অনুযায়ী বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান হন। সরকারের খরচ করার যেমন অধিকার আছে, তেমনই বিরোধী দলের অধিকার আছে, সেই ব্যয় পরীক্ষা করে খতিয়ে দেখার। শাসক দল তার ক্ষমতা দেখিয়ে সেই রীতি ভঙ্গ করেছে। মুকুল রায়ের নামের প্রস্তাব করে গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সেই প্রস্তাব সমর্থন করেছেন এগরার তৃণমূল বিধায়ক। মুকুল রায়ের নাম প্রস্তাব করেনি বিজেপির কোনও বিধায়ক।’