নজরে চটজলদি ৯: ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার, পেট্রোপণ্যের দামে ১ টাকা ছাড়ের ঘোষণা রাজ্যের
কয়লাকাণ্ডে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই, স্ত্রীকে নোটিশ। হাইল্যান্ড পার্কে অভিষেকের শ্যালিকাকে নোটিশ গোয়েন্দাদের। স্ত্রীকে সিবিআইয়ের নোটিস প্রসঙ্গে ট্যুইট করেন অভিষেক। তিনি বলেন, 'আজ দুপুর ২ টোয় আমার স্ত্রীর নামে নোটিস দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’ অন্যায় করলে শাস্তি হবে, খোঁজা শুভেন্দুর। ভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। মাদক যোগে ধৃত পামেলা গোস্বামীর পার্লারে তল্লাশি। নিউ টাউনে শপিং মলে পামেলাকে নিয়ে অভিযান পুলিশের। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেই বেপরোয়া মন্তব্য করলেন ভাঙড়ের ভোগালি ২ নম্বর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা মুদাস্সর হোসেন। গতকাল কর্মিসভায় তৃণমূল নেতা তথা ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের উপস্থিতিতেই এই হুঁশিয়ারি দেন পঞ্চায়েত প্রধান। গতকাল রাজ্যে আসার পর জেলায় জেলায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। দেগঙ্গার চাঁপাতলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল। প্রকাশ্যে এল অঞ্চল সভাপতি বনাম পঞ্চায়েত প্রধানের দ্বন্দ্ব। অঞ্চল সভাপতির অনুগামীর বাড়িতে বন্দুক হাতে চড়াও হলেন পঞ্চায়েত প্রধানের দাদা। উঠল মহিলাদের হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মিথ্যা অভিযোগ, পাখি শিকারের বন্দুক, সাফাই পঞ্চায়েত প্রধানের। রোজই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এই অবস্থায় রাজ্যবাসীর জন্য সুখবর দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যের অংশের সেস থেকে পেট্রোপণ্যের দামে ১ টাকা করে ছাড় দেওয়ার কথা জানালেন তিনি। এদিন রাত ১২টার পর থেকে নতুন মূল্য কার্যকর হবে।
![TMC News : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক ! বিধিনিষেধ ভাঙলেন শাসকদলের বিধায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/316423595a8b8772e5d59eca924ab0e71739777385971535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Arms recovery : কার্তুজকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। জালে BBD বাগের অস্ত্রের দোকানের আরও এক কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/66b05d82aba11302a785700d41a9e1761739776807207535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Bratya Basu: ২৬-এর বিধানসভা ভোটের আগে WEBCUPA-কে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন ব্রাত্য় বসু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/cd41caea01100deb07fb425405aaa4471739775233238967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![New Delhi Station: আদৌ নড়েছে টনক? পাটনা থেকে মধ্যপ্রদেশ, স্টেশনে স্টেশনে থিকথিকে ভিড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/05e4edb714f35e93dc1ef338c1245ed81739774619613967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Birbhum News: অনুব্রত-কাজল গোষ্ঠীর লড়াই অব্যাহত, বীরভূম নিয়ে চিন্তা বাড়ছে শীর্ষ নেতৃত্বের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/21735fb10d6f11d67571c65e2ab271481739774166907967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)