Narendra Modi: 'এই হামলা সন্ত্রাসে প্রশ্রয়দাতাদের হতাশার বহিঃপ্রকাশ', পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু নিধন, ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর । নাম না করে ফের পাকিস্তানকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদির । 'পহেলগাঁওয়ে হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে' । 'জঙ্গি হামলায় নিহতের পরিবার বিচার পাবেই' । 'পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ক্ষোভে ফুঁসছে দেশ' । 'এই হামলা সন্ত্রাসে প্রশ্রয়দাতাদের হতাশার বহিঃপ্রকাশ' । 'কাশ্মীরে যখন শান্তি ফিরেছে, ঠিক তখনই হামলা' । 'সন্ত্রাসবাদীরা কাশ্মীরকে ধ্বংস করতে চায়' । 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পুরো বিশ্ব আমাদের পাশে আছে',হুঁশিয়ারি নরেন্দ্র মোদির
আরও খবর...
জাতীয় স্বার্থে প্রস্তুত ভারতের নৌবাহিনী। এদিন একাধিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল সফলভাবে। মাঝ সমুদ্রে যুদ্ধজাহাজ থেকে ব্রহ্মস অ্যান্টি-শিপ এবং অ্যান্টি-সারফেস ক্রুজ মিসাইল নিক্ষেপের একাধিক দৃশ্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছে নৌবাহিনী। এই যুদ্ধজাহাজগুলির মধ্যে ছিল কলকাতা-ক্লাস ডেস্ট্রয়ার, নীলগিরি এবং ক্রিভাক-ক্লাস ফ্রিগেট। আরব সাগরে ব্রহ্মস-এর গর্জন শোনা গেল। এককথায়, পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে কড়া জবাব দিতে তৈরি ভারত। আরব সাগরে এভাবেই শক্তি প্রদর্শন করল ভারতীয় নৌ-সেনা।


















