এক্সপ্লোর
মাদক মামলায় ১৪ দিনের জেল হেফাজত Bharti Singh-এর স্বামী হর্ষের
বলিউডে মাদক যোগ কাণ্ডে এবার গ্রেফতার কমেডিয়ান Bharti Singh-এর স্বামী হর্ষ লিম্বোচিয়াও। ধৃতকে ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। রবিবার হর্ষকে গ্রেফতার করা হয়। NCB সূত্রে খবর, টানা ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল তাঁকে গ্রেফতার করা হয়। সুশান্ত রাজপুতের মৃত্যু মামলার তদন্তে উঠে এসেছে বলিউডে মাদক যোগ। তোলপাড় হয়েছে দেশ। মাদক মামলায় সুশান্তের প্রেমিকা তথা অভিনেত্রী Rhea Chakraborty গ্রেফতার হলেও বর্তমানে জামিনে রয়েছেন তিনি। দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রকুলপ্রীত সিংহ, অর্জুন রামপালের মতো অভিনেতাদেরও এর আগে পড়তে হয়েছিল জিজ্ঞাসাবাদের মুখে।
আরও দেখুন

















