এক্সপ্লোর
Advertisement
'বিজেপি-সঙ্ঘের সঙ্গ ছাড়ুন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচান', নীতীশকে আহ্বান দিগ্বিজয়ের
বিহারে তিন নম্বরে রয়েছে নীতিশ কুমারের জেডিইউ। তাঁদের মহাজোটে আহ্বান করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তাঁর ট্যুইট, "বিজেপি সংঘের সঙ্গ ছাড়ুন। দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচান। ধর্মনিরপেক্ষ মহাজোটে সামিল হন। এটাই গাঁধী, জেপির প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে।"
তাঁর এই মন্তব্যের প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'দিগ্বিজয় সিংহ হেরে গেছেন। মধ্যপ্রদেশে খুবই খারাপ ভাবে হেরে গেছেন তিনি। তাই ওঁর মনের ব্যথা কোনও না কোনওভাবে বাইরে আসবেই। আমি ওঁর মন্তব্যকে কখনওই খুব একটা গুরত্ব দিই না। উনি মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্যই এসব মন্তব্য করেন মাঝেমাঝে।'
তাঁর এই মন্তব্যের প্রসঙ্গে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'দিগ্বিজয় সিংহ হেরে গেছেন। মধ্যপ্রদেশে খুবই খারাপ ভাবে হেরে গেছেন তিনি। তাই ওঁর মনের ব্যথা কোনও না কোনওভাবে বাইরে আসবেই। আমি ওঁর মন্তব্যকে কখনওই খুব একটা গুরত্ব দিই না। উনি মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্যই এসব মন্তব্য করেন মাঝেমাঝে।'
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement