এক্সপ্লোর
Advertisement
ইন্ডাস্ট্রিতে কর্ণ-ঘনিষ্ঠ বলেই পরিচিত, অথচ মাদক-কাণ্ডে নাম জড়ানোর পর 'ক্ষিতিজকে চিনি না', বলে দিলেন কর্ণ!!
করণ জোহরের ঘনিষ্ঠ ক্ষিতিজকে আটক করে জিজ্ঞাসাবাদ এনসিবির। বাড়িতে মাদকের হদিশ। করণ জোহরকেও তলবের জল্পনা। ড্রাগ-পার্টির অভিযোগ খারিজ করণের। অন্যদিকে এনসিবি সূত্রে দাবি, রিয়া চক্রবর্তীর সঙ্গে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করলেও, নিজে কোনওদিন ড্রাগ নেননি কিংবা কোনও ড্রাগ পেডলারকে চেনেন না বলে দাবি অভিনেত্রী রকুলপ্রীতের।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার রাতে ক্ষিতিজের ভারসোভার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। এনসিবি সূত্রে খবর, ক্ষিতিজ নিয়মিত ভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে।
তল্লাশি চালিয়ে মারিজুয়ানা এবং খুব অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে ক্ষিতিজের বাড়ি থেকে। বলিউডে ক্ষিতিজ করণ জোহরের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকারী বলে পরিচিত। ক্ষিতিজকে এনসিবি আটক করার পর টুইটারে বিবৃতি দিয়ে করণ জানিয়েছেন,আমার বাড়ির পার্টি নিয়ে যা অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। পার্টিতে কোনওরকম ড্রাগ নেওয়া হয়নি। আমি কোনও দিন ড্রাগ নিইনি এবং কাউকে নিতেও উত্সাহ দিইনি। পাশাপাশি, করণ এও বলেন, ক্ষিতিজকে ব্যক্তিগতভাবে চিনি না। অনুভব চোপড়া ধর্মা প্রোডাকশনের কর্মী নন।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বৃহস্পতিবার রাতে ক্ষিতিজের ভারসোভার বাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। এনসিবি সূত্রে খবর, ক্ষিতিজ নিয়মিত ভাবে বিশাল পরিমাণে গাঁজা সংগ্রহ করে রাখেন নিজের কাছে।
তল্লাশি চালিয়ে মারিজুয়ানা এবং খুব অল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে ক্ষিতিজের বাড়ি থেকে। বলিউডে ক্ষিতিজ করণ জোহরের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকারী বলে পরিচিত। ক্ষিতিজকে এনসিবি আটক করার পর টুইটারে বিবৃতি দিয়ে করণ জানিয়েছেন,আমার বাড়ির পার্টি নিয়ে যা অভিযোগ করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন। পার্টিতে কোনওরকম ড্রাগ নেওয়া হয়নি। আমি কোনও দিন ড্রাগ নিইনি এবং কাউকে নিতেও উত্সাহ দিইনি। পাশাপাশি, করণ এও বলেন, ক্ষিতিজকে ব্যক্তিগতভাবে চিনি না। অনুভব চোপড়া ধর্মা প্রোডাকশনের কর্মী নন।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
আন্তর্জাতিক
জেলার
Advertisement