এক্সপ্লোর
সিবিইএসই-র দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, ছেলেদের তুলনায় ভাল রেজাল্ট মেয়েদের
করোনা আবহে সিবিইএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ। পরীক্ষার ফলে এবারও ছাত্রদের টেক্কা দিলেন ছাত্রীরা। সার্বিক পাসের হার ৮৮.৭৮ শতাংশ। গত বছরের তুলনায় ৫.৩৮ শতাংশ বেড়েছে পাসের হার। সাফল্যের হারে দেশের মধ্যে শীর্ষে তিরুঅনন্তপুরম। সেখানে পাসের হার ৯৭.৬৭ শতাংশ। দ্বিতীয় ব্যাঙ্গলোর। তৃতীয় স্থানে চেন্নাই। এবছর পরীক্ষায় বসেছিলেন ১১ লক্ষ ৯২ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী। পাস করেছেন ১০ লক্ষ ৫৯ হাজার ৮০ জন। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সিবিইএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা। লকডাউন শুরু হওয়ায় কয়েকটি পরীক্ষা বাতিল করা হয়। করোনা আবহে এবার প্রকাশ করা হবে না মেধা তালিকা। জানাল সিবিএসই কর্তৃপক্ষ।
আরও দেখুন

















