ফটাফট: করোনাকালে বারোয়ারি দুর্গাপুজো বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা, সঙ্গে আরও খবর
লখনউ বেঞ্চে হাথরস মামলার শুনানিতে চাঞ্চল্যকর দাবি জেলাশাসকের। ক্যানে কেরোসিন ছিল না, ছিল গঙ্গাজল। পরিস্থিতি শান্ত রাখতে মৃতার বাবার সম্মতিতে করা হয় সৎকার, দাবি জেলাশাসকের। শুধু এসপি কেন, ডিএমের বিরুদ্ধে পদক্ষেপ কেন নয়? শুনানিতে প্রশ্ন এলাহাবাদ হাইকোর্টের। ফের যোগী রাজ্যে তিন তিনটি যৌন নির্যাতনের অভিযোগ। হাথরসের সাসনি এলাকায় চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আত্মীয়। পাশাপাশি উত্তরপ্রদেশের চিত্রকূটে ১৫ বছরের দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩। একইরকম ঘটনা ঘটেছে প্রতাপগড়ের পুয়াসি গ্রামে। তিন প্রতিবেশীর বিরুদ্ধে ১১ বছরের বালিকাকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ। করোনাকালে বারোয়ারি দুর্গাপুজো বন্ধের দাবিতে হাইকোর্টে মামলা, কাল শুনানির সম্ভাবনা। দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৭২ লক্ষ পার। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত। হায়দরাবাদে জারি রেড অ্যালার্ট। বাড়ি ধসে এক শিশু-সহ মৃত ৯।