এক্সপ্লোর
Hathras Update: 'গতকাল নির্যাতিতার বাবা কথা বলার পরিস্থিতিতেই ছিলেন না', আজ হাথরসে নির্যাতিতার বাড়িতে সিটের প্রতিনিধিরা
আজ ফের হাথরসে গেছেন সিটের প্রতিনিধিরা। সিটের প্রতিনিধিরা জানান গতকাল তাঁরা বয়ান নিতে এসেছিল কিন্তু কথা বলার মতো পরিস্থিতি ছিল না।
অন্যদিকে আজ নির্যাতিতার বাড়িতে যান সমাজবাদী পার্টির ১১ জন প্রতিনিধি। সঙ্গে যান অখিলেশ যাদবও। এর আগে বৃহস্পতিবার হাথরসে যান সমাজবাদী পার্টির সদস্যরা। তাঁদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে আজ মায়াবতী ট্যুইট করে প্রশাসনের সমালোচনায় সরব হন। তিনি লেখেন, এখনও জেলাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না কেন?
আরও দেখুন

















