এক্সপ্লোর
Advertisement
Prime Minister at FICCI meet: '‘নতুন আইনে কৃষকরা পাবেন নতুন নতুন বিকল্প’', এবার বণিক সভার মঞ্চে কৃষি আইনের পক্ষে সওয়াল মোদির
ফিকির বার্ষিক সাধারন সভায় এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, 'যারা আত্মবিশ্বাসী, তাঁরা অন্যদের জায়গা ছেড়ে দেয়। কিন্তু যারা ভীতু, তাঁরা জায়গা ছাড়ে না।' নিজের সরকার প্রসঙ্গে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেছেন, 'জনতার পূর্ণ সমর্থন আর বিশ্বাস, সরকারের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেয়।' তিনি আরও জুড়েছেন, 'জনসমর্থন কাজ করার বাড়তি প্রেরণা দেয়। তাই সব কা সাথ, সবা কা বিকাশকে প্রতিষ্ঠিত করতে, সরকার দিনরাত কাজ করে চলেছে।' এদিন তিনি বলেছেন, বিশ্ব মহামারীর সঙ্গে একটা ইতিহাস, একটা শিক্ষা জুড়ে রয়েছে। একটা দেশ এত বড় মহামারীর মধ্যে যত বেশি নাগরিককে বাঁচাতে পারে, সেই দেশ তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে।' ভারত যেভাবে গত কয়েকমাস কাজ করেছে, সিদ্ধান্ত নিয়েছে, তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। গত ৬ বছরে ভারত, বিশ্বের যে বিশ্বাস অর্জন করেছিল, গত কয়েকমাসে সেটা আরও বেড়েছে। এদিন এমন দাবিও করেছেন প্রধানমন্ত্রী।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement