(Source: ECI/ABP News/ABP Majha)
National Medical Commission: মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় আরও কড়া NMC
মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় আরও কড়া পদক্ষেপ করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এবার শিক্ষক-চিকিৎসকদের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বিভাগ সম্পর্কিত সমস্ত তথ্য় কলেজের ওয়েবসাইটে আপলোড করা বাধ্যতামূলক করেছে NMC. নির্দেশিকায় উল্লেখ, এই সমস্ত শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা দেওয়া বাধ্যতামূলক।
মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকায় দুর্নীতির অভিযোগের পর এবার সামনে এসেছে মেডিক্যাল কলেজের শিক্ষক-চিকিৎসকদের হাজিরায় কারচুপির অভিযোগ।এই আবহে দেশের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে, শিক্ষক-চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরায়, নজরদারি আরও বাড়াতে চাইছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা NMC...কারচুপি আটকাতে নতুন নির্দেশিকা জারি করেছে মেডিক্যাল কলেজগুলির নিয়ামক সংস্থা NMC.
নির্দেশিকায় বলা হয়েছে, কলেজের ওয়েবসাইটে শিক্ষক-চিকিৎসকদের নাম, ছবি, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাগত যোগ্যতার তথ্য আপলোড করতে হবে। তাঁরা কোন বিভাগে, কোন পদে রয়েছেন, তারও উল্লেখ থাকতে হবে ওয়েবসাইটে।