Glacier Burst in Uttarakhand: উত্তরাখণ্ডে তুষারধস, এখনও আটকে BRO-র ৩২জন শ্রমিক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: উত্তরাখণ্ডে তুষারধস, এখনও আটকে BRO-র ৩২জন শ্রমিক । তিব্বত সীমান্তের কাছে মানা-বদ্রীনাথের মধ্যে আচমকা তুষারধস । বরফের স্তূপে আটকে পড়েন বর্ডার রোডস্ অরগানাইজেশনের ৫৭জন শ্রমিক । তুষারধসে গুঁড়িয়ে যায় BRO-র ক্যাম্প, পরে ২৫জন শ্রমিক উদ্ধার । গড়বাল সেক্টরের মানা গ্রামে তুষারধস, উদ্ধারে সেনার IBEX ব্রিগেড
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার
আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ অভয়ার পরিবারের। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে CBI অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে CBI-এর কাছে দেওয়া চিঠিতে।
কুলটিতে ইসিএলের ১, ২ নম্বর কোলিয়ারিতে চাকরির তালিকা ঘিরে তুলকালাম। একপক্ষের তালিকা মানতে নারাজ আরেক পক্ষ। বেসরকারি সংস্থার হাতে কয়লা উত্তোলনের বরাত। স্থানীয়দের কাদের চাকরি? ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ।


















