Onion Price Hike: পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের!
বাজারে ফের অগ্নিমূল্য পেঁয়াজ (Onion price)। কলকাতা সহ গোটা রাজ্যের বাড়ছে দাম। রবিবার কলকাতায় নাসিকের পেঁয়াজের বাজারমূল্য কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকার কাছাকাছি। বিক্রেতাদের দাবী, মহারাষ্ট্রের (Maharastra) নাসিকে পেঁয়াজের ঘাটতি থাকার কারণেই এই মূল্যবৃদ্ধি। রাজ্যের পেঁয়াজের চাহিদার একটা বড় অংশ পূরণ হয় নাসিকের পেঁয়াজে। আর সেই নাসিকেই পেঁয়াজের ঘাটতি দেখা দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। বেশ কিছুদিন কম থাকার পর ফের চড়ছে পেয়াজের দাম। জ্বালানি তেলের দাম বাড়ারও প্রভাব থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দাম বৃদ্ধির কারণে চিন্তিত ব্যবসায়ী ও ক্রেতারা।

















