Alapan Bandyopadhyay: বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন ধৃত চিকিৎসক অরিন্দম সেন, দাবি পুলিশ সূত্রে | Bangla News
আলাপন বন্দ্যোপাধ্যায়েক (Alapan Bandyopadhyay) হুমকি চিঠি দেওয়ার অভিযোগ এক চিকিত্সক সহ ৩ জনকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, হুমকি চিঠি টাইপ করার অভিযোগে গতকাল প্রথমে গ্রেফতার করা হয় টাইপিস্ট বিজয় কুমার কয়ালকে। তাঁকে জেরা করেই উঠে আসে চিকিত্সক অরিন্দম সেনের নাম। অভিযোগ, এই অরিন্দম সেনই বিভিন্ন লোককে হুমকি চিঠি পাঠাতেন। এই কাজে সাহায্য নিতেন তাঁর গাড়ির চালক রমেশ সাউয়ের। রমেশকেও গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ধৃত চিকিৎসক যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে কর্মরত। পুলিশ সূত্রে খবর, চিকিৎসক নিজের চালককে টাইপিস্টের কাছে পাঠিয়েছিলেন। পাশাপাশি আরও জানা যাচ্ছে, প্রায় দু'বছর ধরে একাধিক হুমকি-চিঠি পাঠাতেন এই চিকিৎসক। আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেদিন চিঠি পাঠানো হয়েছিল, সেদিনই আরও ৭ জনকে চিঠি পাঠানো হয়েছিল। তবে এই ঘটনার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।