Alapan Banerjee: কেন্দ্র-আলাপন সংঘাতে প্রাক্তন মুখ্যসচিবের পাশে মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে 'সেলফিস জায়েন্ট' বলে কটাক্ষ
রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব (Former Chief Secretary) আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সংঘাত-পর্বে নতুন মোড়। এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকার। সোমবার নর্থ ব্লক থেকে পাঠানো কর্মিবর্গ মন্ত্রকের চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandyopadhyay) বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তোলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে পারেন আলাপন। আত্মপক্ষ সমর্থনে নিজেও হাজির হয়ে বক্তব্য জানাতে পারেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কটাক্ষ করেছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেন, ‘এসব ইচ্ছা করে করছে বিজেপি (BJP)। আইন মানছে না। গায়ের জোরে সেলফিস জায়েন্টের মতো করে কাজ করছে। আইন আইনের মতো চলবে।’ কেন্দ্র-আলাপন সংঘাতে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। কলাইকুণ্ডায় (Kalaikunda) ইয়াস-পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বৈঠকে কেন হাজির হননি তৎকালীন মুখ্যসচিব, সেই নিয়েই চলছে কেন্দ্র-রাজ্য সংঘাত।