Biman Bose: ''BJP-কে রুখতে TMC-র শরণাপন্ন হতেও রাজি'', বিমানের মন্তব্যে কি জোটের ইঙ্গিত?
বিজেপি (BJP) বিরোধী যে কোনও দলের সঙ্গে একসঙ্গে লড়াই করতে প্রস্তুত সিপিএম (CPM)। অভিষেকের ছবি দিয়ে কংগ্রেসের ট্যুইট প্রসঙ্গে মন্তব্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Bose)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী দিল্লি যাত্রা নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "পশ্চিমবঙ্গে অনেকগুলো সমস্যা চলছে। হিংসা চলছে, ভ্যাকসিন নিয়ে গন্ডোগোল, দুর্নীতি চলছে। ভুয়ো অফিসার নিয়ে মানুষ জেরবার। এর থেকে রিল্যাক্স করার জন্য মুখ্যমন্ত্রী দু'দিনের জন্য দিল্লি যাচ্ছেন। মোদিজির সঙ্গে দেখা করবেন কারণ উনি মানুষকে বেতন দিতে পারছেন না, মানুষের সেবা করতে পারছেন না। তাই যেন ওঁনাকে মোদিজি সহযোগিতা করেন। কারণ না হলে ওঁর সরকার চলবে না। কংগ্রেসও খুব দুর্দশার মধ্যে আছে। হয়তো ২০২৪-র জন্য সেটিং শুরু করেছে। তাই হয়তো তৃণমূলের (TMC) সঙ্গে দুর্নীতি শুরু করেছে।'