BJP: "উত্তর দিতে না পেরে রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করছে তৃণমূল", দিলীপ ঘোষ
কোভিড বিধি মেনে আজ বিজেপির হেস্টিংস অফিসে বৈঠক হয়েছে। প্রায় ৩০-৩৫ জন নেতা বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন। অনেকে ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে সুটি প্রস্তাব নেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা রাজনৈতিক পরিস্থিতির উপরে বক্তব্য রেখেছেন। বৈঠকের শেষে বক্তব্য রেখেছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সারা বাংলায় যে হিংসা চলছে, ও ভ্যাকসিন নিয়ে গোটা রাজ্যে যে অনিয়ম চলছে তাঁর প্রতিবাদে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে।
বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সকলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু লিঙ্ক পাঠানো হয়েছিল। প্রায় ২৫০-৩০০ নেতা ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন, কে এসেছিলেন আর কে অনুপস্থিত ছিলেন তা পর্যালোচনা করা হবে।
জৈন হাওয়ালা মামলায় সুখেন্দু শেখর রাজ্যপালকে আক্রমণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'চার্জশিটে রাজ্যপালের নাম রয়েছে কি না তা রাজ্যপাল নিজেই জানিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমার কিছু বলার নেই। এই বিষয়ে মন্তব্য করার এক্তিয়ার আমার নেই। সংবিধান সম্পর্কে রাজ্যপাল যথেষ্ট জানেন। উত্তর দিতে না পেরে রাজ্যপালকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।'