BJP KMC Protest Rally: ‘আমাদের যেভাবে আটকানো হল, তা বেআইনি’, প্রতিক্রিয়া সায়ন্তন বসুর
আজ ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে (Fake Vaccination) বিজেপি (BJP) পুরসভা অভিযান করে। যদিও মাঝপথেই ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন, “এটি গণতান্ত্রিক আন্দোলন। যেভাবে আটকানো হল, তা বেআইনি। এটা মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার বিরোধিতা করব। যেভাবে সরকার আচরণ করছে, তা অত্যন্ত দুঃখজনক। যেভাবে আমাদের গ্রেফতার করা হল, তা বেআইনি।“
প্রসঙ্গত, শেষ মুহূর্তে পূর্বঘোষিত রুট বদল করা হলেও পুলিশের ব্যারিকেডের মুখে আটকে যায় বিজেপির পুরসভা অভিযান (BJP KMC Abhijaan)। পুলিশের অনুমতি না মিললেও ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের প্রতিবাদে পুরসভা অভিযানে অনড় ছিল বিজেপি (BJP)। দিলীপ ঘোষ (Dilip Ghosh), সায়ন্তন বসু (Sayantan Basu), সৌমিত্র খাঁ (Soumitra Khan), অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-সহ দলের নেতা-নেত্রীদের উপস্থিত ছিলেন ওই প্রতিবাদ মিছিলে। দলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হিন্দ সিনেমার সামনে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হওয়ার কথা ছিল বিক্ষোভ মিছিলের। কিন্তু, শেষ মুহূর্তে গণেশচন্দ্র অ্যাভিনিউ ধরে এগোতে থাকে বিজেপির মিছিল। কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল অ্যাভিনিউতেই আটকে যায় মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ।