Dilip Ghosh PC: 'ভোটের পরে বাংলার মতো হিংসা কাশ্মীরেও হয়নি', দাবি দিলীপ ঘোষের
আজ সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "যে কর্মীরা কয়েকবছর ধরে অক্লান্ত পরিশ্রম করে দলকে এই জায়গায় নিয়ে এসেছেন তাঁরা আগামীদিনে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে শাসকদলে পরিণত করবেন। এই দৃঢ় বিশ্বাস আমার আছে। যাঁরা আমাদের ভোট দিয়ে উৎসাহ বৃদ্ধি করেছেন তাঁদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পথ মোটেই সহজ ছিল না। ভয়ঙ্কর সঙ্কটের মধ্য দিয়ে আমাদের এগোতে হয়েছে। বহু কর্মীকে হারাতে হয়েছে। ভোট গণনা শেষ হওয়ার আগেই হিংসা শুরু হয়েছে। এইরকম হিংসা ভারতের কোনও রাজ্যে হয়নি। কাশ্মীরেও এই ধরনের হিংসা হয়নি। হিংসার কোনও সীমা-পরিসীমা নেই। মারপিট, ভয় দেখানো, মেরে হাত পা ভেঙে দেওয়া, খুন, মহিলাদের উপর অত্যাচার, তাঁদের সম্মান নষ্ট, বাড়ি ঘর ভাঙা, দোকানপাট লুঠ, গরু-ছাগল-মাছ পর্যন্ত লুঠ করে নিয়ে যাওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রায় ৮০ হাজার মানুষ এই হিংসার বলি হিসেবে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। গত দু'মাসের মধ্যে তাঁরা অনেকে বাড়ি ফিরেছেন। এখনও কয়েক হাজার বাড়ির বাইরে আছেন। আমাদের কাছে প্রায় ১১ হাজারের কাছাকাছি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। নির্দয় সরকারের পুলিশ প্রশাসন সহযোগিতা করছে না। এফআইআর (FIR), জিডি (GD) নেয় না। তাই আমরা বিভিন্ন কমিশনে এসমস্ত কেস পাঠিয়েছি। তারা প্রতিক্রিয়া দিয়েছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছি। হাইকোর্টের নির্দেশ পুলিশ সেইসব ঘরছাড়াদের ঘরে ফেরানোর চেষ্টা করছে। কিন্তু তার মধ্যেও চালাকি হচ্ছে। তাঁদেরকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হচ্ছে যে তাঁরা নিজের ইচ্ছেয় বাড়ি ছেড়েছিলেন অন্য কোনও কারণে নয়।"