Dilip Ghosh: ‘আগে আমরা কাটমানি নিয়ে বলতাম, এখন আদালত বলছে’, তৃণমূলকে 'দুর্নীতি-খোঁচা' দিলীপের
বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) মন্ত্রিত্ব ত্যাগ এবং সেপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “যখন মন্ত্রী ছিলেন তখন তো পাত্তা দেননি, তিনি আর তাঁর লোকেরা কত কী বলেছেন! মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় বোধহয় উনি হাফ ছেড়ে বাঁচলেন।“ তিনি যোগ করেন, “নরেন্দ্র মোদির (Narendra Modi) নতুন মন্ত্রিসভায় কেন বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি তাই নিয়ে কি তৃণমূল ধর্না দেবে? সব ব্যাপারে চিন্তা কেন? ভ্যাকসিনের ব্যাপারটা আগে ঠিক করুন। মানুষ খেতে পাচ্ছে না সেটা দেখুন, আইনশৃঙ্খলা নেই সেটা দেখুন। মোদিজি আছেন, তিনি সব ঠিকঠাক দেখবেন। আমাদের জন্য ৪ জন নতুন মন্ত্রী হওয়া খুব ভালো কথা। বিজেপিতে (BJP) যোগ্য লোক যোগ্য দায়িত্ব পায়। নতুন যুবদের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনে ও নিষ্ঠাবান পরিশ্রমীদের সামনে জায়গা দেওয়া হয় । আগামী দিনেও সেটা হবে।“ পাশাপাশি দুর্নীতি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “এতদিন আমরা বলতাম কাটমানি প্রসঙ্গ। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, এখন কোর্ট বলছে। আমার সাংসদ এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে। সিন্ডিকেটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতারা এসব করে। এখন সাধারণ মানুষ জনস্বার্থ মামলা করছে তাই কোর্টের মাধ্যমে সবটা প্রকাশ্যে আসছে। সরকার কতটা দুর্নীতিবাজ তা সামনে আসছে।“