Fuel Price Protest: জ্বালানীর দামবৃদ্ধির প্রতিবাদ, রিকশা টানছেন মদন মিত্র
প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এবিষয়ে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের তৃণমূল সরকারের নেতা-মন্ত্রীরা। এবার অভিনব কায়দায় প্রতিবাদ জানালেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। একটি হাতে টানা রিকশা টেনে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিনি। তিনি বলেন, ‘একদিকে একটি ভণ্ড দল সারাদিন মুখে রামনাম করছে আর তরোয়াল চালাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা রিকশাওয়ালাকে সওয়ারি সাজিয়ে নিজেরা রিক্সা চালাচ্ছে। এর থেকে ভালো কিছুই হতে পারে না। এটাই বাংলার ঐতিহ্য। কিন্তু এইভাবে জ্বালানির দাম বাড়লে বাসসহ কোন গাড়িই চলতে পারবে না। তখন ভরসা হবে এই রিকশা। তাই রিকশা চালিয়েই আমি প্রতিবাদ জানাচ্ছি। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে রিকশাওয়ালা আমায় স্কুলে পৌঁছে দিত, তাঁকে রিকশায় চরিয়ে আমি টেনে নিয়ে যাব।’ খোশমেজাজে গানও শোনালেন মদন মিত্র। মানুষ আমাদের অনেক কিছু দিয়েছে।