(Source: ECI/ABP News/ABP Majha)
JMB Arrest Update: 'BJP পরিচালিত রাজ্যেও জঙ্গি কার্যকলাপ হয়', JMB জঙ্গি গ্রেফতার নিয়ে দিলীপের মন্তব্যের পাল্টা কুণাল
কলকাতার হরিদেবপুরে তিন জেএমবি (JMB) জঙ্গি গ্রেফতার হয়। এই ঘটনায় তদন্তকারীদের হাতে উঠে এল নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত নাজিউর আনসারুল্লা আল-কায়দার শাখা সংগঠনের থেকে প্রশিক্ষণ নিয়েছিল। ২০১৯-এ বাংলাদেশে জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় নাজিউর। পুলিশের দাবি, ধরা পড়ার আশঙ্কায় কলকাতা থেকে মধ্যপ্রাচ্যের কোনও দেশে পালানোর পরিকল্পনা ছিল ওই জঙ্গির। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘পশ্চিমবঙ্গে বারবার জঙ্গিরা ধরা পড়ে। জেএমবি, আলকায়দার মতো জঙ্গিরা এই বাংলায় আশ্রয় নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তারা ভোট দেয়। উগ্রপন্থীদের জন্য পশ্চিমবঙ্গ হল নিরাপদ আশ্রয়। রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি কোথায় নেমেছে তা সবাই বুঝতে পারছেন। পুলিশকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে। তাই এই ধরণের কার্যকলাপ বাড়ছে রাজ্যে।’ পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘জঙ্গিদের ধরার জন্য বাংলার পুলিশকে দিলীপবাবুর ধন্যবাদ জানানো উচিত। বাংলার সরকার আর পুলিশ বারবার দুষ্কৃতীদের পদক্ষেপ সফলভাবে বানচাল করে দিচ্ছে। বিজেপি পরিচালিত রাজ্যেও জঙ্গি কার্যকলাপ হয়।’