Mangalkot TMC Murder: হৃদযন্ত্র ফুটো করে গুলি! মঙ্গলকোটের TMC নেতা খুনের ঘটনায় আটক ৪
মঙ্গলকোটে তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির খুনের ঘটনায় আটক ৪। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী, পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি করা হয় ওই তৃণমূল নেতাকে। দেশি পিস্তল থেকে গুলি করা হয়। হৃদযন্ত্র ফুটো করে গুলি ঢোকে।
অন্যদিকে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে তৃণমূল। এদিন সকাল ৮টা নাগাদ গুসকরার কাছে রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। তাঁরা খুনের ঘটনায় বিজেপিকে (BJP) দায়ী করে বিজেপি কর্মীদের শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে যায় মঙ্গলকোট থানার পুলিশ। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর অবরোধ ওঠে। গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে, বাইক থামিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম দাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা।
![Mamata Banerjee: ২৬-এর আগে ফের ভুতুড়ে ভোটার বিতর্ক। বিস্ফোরক মুখ্যমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/73f5a6271027735ea1821404840254c31739498273438535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Cyber Scam : 'সাইবার প্রতারণায় ধৃত ৩ জামতাড়া গ্যাংয়ের সদস্য !', চাঞ্চল্যকর রিপোর্ট পেশ ADG-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/6af300b813e24203917678f0f38bf5951739457788388535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Income Tax : লোকসভায় নতুন আয়কর বিল পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। কতটা লাভ হল করদাতাদের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/673707edd81ba145e5eb618fb97e32341739456834741535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge : চা গুদামের ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ। বজবজে তুলকালাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/49f63b7559f9a6ae39e15bd3cbc006871739456381817535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Budge Budge News: সিন্ডিকেট বিবাদে বজবজে তুলকালাম। ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র এলাকা।গ্রেফতার ৮](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/13/f3138643ac22fd8439fd5bb3911787a41739455788500535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)