Modi’s Brigade Rally: মনে হচ্ছে আজই ২ মে চলে এসেছে: মোদি
ব্রিগেডের (Brigade Parade Ground) মঞ্চ থেকে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে তিনি বলেন, আজ আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুনদা (Mithun Chakraborty) রয়েছেন। তাঁর লড়াই সবার কাছে দৃষ্টান্ত। অনেকের মতে আজই ২ মে চলে এসেছে। সোনার বাংলার সংকল্প নিশ্চয় পূরণ হবে। আসল পরিবর্তনের জন্য মানুষ আজ ব্রিগেডে এসেছেন। এই ব্রিগেড থেকে আমি আসল পরিবর্তনে প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার পুনর্নির্মাণ, সংস্কৃতির রক্ষা, শিল্প তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার মানুষের উন্নতির জন্য ২৪ ঘণ্টা কাজ করব। প্রতি মুহূর্তে আপনাদের জন্য বাঁচব, আপনাদের সেবা করব। প্রতি মুহূর্তে কাজের মধ্যে দিয়ে আপনাদের মন জিতব। বিজেপি যে সরকার গড়বে সেখানে বাংলার মানুষের উন্নয়নই শেষ কথা হবে। বিজেপি সরকারের প্রেরণা হবে আসল পরিবর্তনের মন্ত্র।


















