Rajib Banerjee: ডোমজুড়ে রাজীবের বিরুদ্ধে পোস্টার, 'বিশ্বাসঘাতক'-এর তকমা TMC-র, 'বর্জ্য পদার্থ' বলে কটাক্ষ BJP-র
আজ ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) বিরুদ্ধে পোস্টার। ডোমজুড়ের জগাছা ব্লকে পড়ল পোস্টার। "মীরজাফর রাজীবকে দলে নেওয়া চলবে না", লেখা পোস্টার পড়েছে ডোমজুড়বাসীর নামে।
এই ঘটনায় এক তৃণমূল নেতা বলেন, "দীর্ঘ ১০ বছর তৃণমূলে থেকে বিভিন্ন সহযোগীতা, সাহায্য দেওয়ার পর তিনি অসময়ে দল ছেড়ে চলে গেছেন। সেখানে গিয়ে সাধারণ তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের মারধর, তাঁদেরকে বিভিন্ন রকম কেসে ফাঁসিয়েছেন। এইসবের কারণে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই বেইমানি, বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে।"
অন্যদিকে এই ঘটনা নিয়ে এক বিজেপি (BJP) নেতার প্রতিক্রিয়া, "এই বিষয় যাবতীয় প্রশ্নের উত্তর রাজীব বন্দ্যোপাধ্যায়ই (Rajib Banerjee) দিতে পারবেন। উনি এখন কী চাইছেন? আদৌ বিজেপি করবেন? না কি ঘরের ছেলে ঘরে ফিরে যাবেন? সেই প্রশ্ন ওনাকে করলেই যথাযথ উত্তর পাওয়া যাবে। ভারতীয় জনতা পার্টি পবিত্র গঙ্গা। এই গঙ্গায় জোয়ারের সময় অনেক বর্জ্য পদার্থ আসে। তাতে গঙ্গার পবিত্রতা নষ্ট হয় না। গঙ্গা পবিত্রই থেকে যায়।"