Shankudeb Panda: বিজেপি পঞ্চায়েত সদস্যের 'অপহৃত' ছেলে উদ্ধার প্রসঙ্গে কী বললেন শঙ্কুদেব পণ্ডা? | ABP Ananda LIVE
ডায়মন্ড হারবারের বিজেপি পঞ্চায়েত সদস্যের 'অপহৃত' ছেলে উদ্ধার। পুরী থেকে নাবালক ছেলেকে উদ্ধার করল বিজেপি নেতার পরিবার। '১০ দিন ধরে নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সংবাদমাধ্যমের বিষয়টি সামনে নিয়ে আসার পরই এক শিক্ষকের কাছে ফোন আসে। সেই ফোনের সূত্র ধরেই পুরী থেকে নাবালককে উদ্ধার করা হয়েছে।
শিশু সুরক্ষা কমিশন ও হাইকোর্টে বিষয়টি জানাব। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানাব। যাঁরা যাঁরা যুক্ত আছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে', দাবি শঙ্কুদেব পণ্ডার। 'স্কুল থেকে বেরনোর পর বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণ করা হয়। পুরীর সমুদ্র সৈকতে ফেলে রেখে দিয়ে যাওয়া হয় ছেলেটিকে', দাবি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার।





















