Sitalkuchi Case: শীতলকুচি কাণ্ডে কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের দাবিতে আদালতে মৃতের পরিবার| Bangla News
রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়েছে। কিন্তু কোনও সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার। যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালিয়েছেন, সেই জওয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এই অভিযোগে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত পরিবার। গত ১০ এপ্রিল চতুর্থ দফার ভোট চলার মধ্য়েই অগ্নিগর্ভ হয়ে ওঠে শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ২০ বছরের সামিউল মিঞা, ১৮ বছরের নুর আলম মিঞ, কাঠমিস্ত্রি ২৮ বছরের মণিরুজ্জামান মিঞা, এবং রাজমিস্ত্রি ২৮ বছরের হামিদুল মিঞা। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য় করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। পরিবারের একজনকে হোমগার্ডে চাকরিও দেওয়া হয়। কিন্তু অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার চারটে শরীর ঝাঁঝরা হয়ে গেলেও মোদি সরকারের পক্ষে এখনও কোনও সাহায্য মেলেনি। কেন্দ্রের তরফে আর্থিক সাহায্যের দাবিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ নিহতদের পরিবার।