Sujan Chakraborty: 'ভোটদালালের বক্তব্যকে সমর্থন করি না', প্রশান্ত কিশোরের বক্তব্যের বিরোধিতা সুজনের| Bangla News
আজ একটি সাক্ষাৎকারে ভোট কৌশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, "জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। যেভাবে কংগ্রেস ৪০ বছর ধরে রাজনীতিতে আছে, তেমনই বিজেপিও কোথাও চলে যাচ্ছে না। জাতীয়স্তরে ৩০ শতাংশের বেশি ভোট থাকা মানে খুব তাড়াতাড়ি বিজেপি (BJP) হারিয়ে যাবে না। সুতরাং মানুষ প্রবল আক্রোশে মোদিকে ছুঁড়ে ফেলে দেবেন, এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখবেন না। হয়তো তাঁরা মোদিকে সরাবেন, কিন্তু বিজেপি থেকে যাবে। বিজেপি এখানেই থাকবে। আরও কয়েক দশক লড়াইও করবে। এখানে তাড়াহুড়োর কোনও ব্যাপার নেই। সম্ভবত এখানেই রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভাবনায় সমস্যা হচ্ছে। উনি ভাবছেন, কিছুদিনের মধ্যেই মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। এটা হবে না।"
এই নিয়ে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "প্রশান্ত কিশোর যা মন্তব্য করেছেন সেই দায়িত্ব তাঁর। এটা ঠিক বলে আমি মনে করি না। বিজেপি সরে যাবে তা শুধু সময়ের অপেক্ষা। প্রশান্ত কিশোর ২০১৪ সালে মোদিকে প্রধানমন্ত্রীর আসনে প্রতিষ্ঠিত করার দায়িত্বে ছিলেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভোটকুশলী ছিলেন। উনি ভোটদালাল। ভোটদালাল বর্তমানে মোদিজির ভাষায় কথা বলছেন, না কি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) হয়ে কথা বলছেন সেটা ওরা বলতে পারবে।"