Sukanta Majumdar: 'মাননীয় প্রধানমন্ত্রীর ধারে কাছে কেউ নেই', মত সুকান্ত মজুমদারের । Bangla News
আজ একটি সাক্ষাৎকারে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন, "জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি। যেভাবে কংগ্রেস ৪০ বছর ধরে রাজনীতিতে আছে, তেমনই বিজেপিও কোথাও চলে যাচ্ছে না। জাতীয়স্তরে ৩০ শতাংশের বেশি ভোট থাকা মানে খুব তাড়াতাড়ি বিজেপি (BJP) হারিয়ে যাবে না। সুতরাং মানুষ প্রবল আক্রোশে মোদিকে ছুঁড়ে ফেলে দেবেন, এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস রাখবেন না। হয়তো তাঁরা মোদিকে সরাবেন, কিন্তু বিজেপি থেকে যাবে। বিজেপি এখানেই থাকবে। আরও কয়েক দশক লড়াইও করবে। এখানে তাড়হুড়োর কোনও ব্যাপার নেই। সম্ভবত এখানেই রাহুল গাঁধীর ভাবনায় সমস্যা হচ্ছে। উনি ভাবছেন, কিছুদিনের মধ্য়েই মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। এটা হবে না।"
এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এটা ভাইরাল হওয়ার কোনও বিষয় না। এটাই স্বাভাবিক। এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তার ধারে কাছে ভারতবর্ষে কেন, পৃথিবীতে খুব কম লোক আছে। অনেকেপ মনে সখ হয়েছে প্রধানমন্ত্রী হবেন, হতে পারেন। উচ্চাকাঙ্ক্ষা খারাপ না। কিন্তু এটা ছেড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন দেখা। সত্য এটাই যে মাননীয় প্রধানমন্ত্রীর ধারে কাছে কেউ নেই।