Udayan Guha: 'পা ভেঙে দেব', BSF-ইস্যুতে বিধানসভায় প্রকাশ্যে মিহিরকে হুমকি উদয়নের| Bangla News
বিধানসভায় বিএসএফের (BSF) এক্তিয়ার-বিরোধী প্রস্তাব পাশ। প্রস্তাবের পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩টি ভোট। নিয়ম অনুযায়ী দিল্লিতে পাঠানো হবে এই প্রস্তাব। অনেকদিন পর বিজেপি (BJP) বিধানসভায় অংশ নিল। রাজ্য সরকারের আনা প্রস্তাবে চূড়ান্ত বিরোধিতা করা হয় বিজেপির পক্ষ থেকে। ‘প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, অপেক্ষা করা উচিত। চিঠির জবাব না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এই ধরনের প্রস্তাব আনার কোনও এক্তিয়ারই নেই রাজ্যের। বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অনুচিত। ৫০ কিমির পরে বদলে এক্তিয়ার বাড়িয়ে ৮০ কিমি করা উচিত’, বিধানসভায় বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপর এই বিতর্ক চরম আকার নেয়, যখন তৃণমূলের (TMC) বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha) বিএসএফ নিয়ে একাধিক মন্তব্য করতে থাকেন। দিনহাটার তৃণমূল বিধায়ক বলেন, ‘পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ’ দিনহাটার তৃণমূল বিধায়কের মন্তব্যের তীব্র প্রতিবাদ বিজেপির। ৫ মিনিট ধরে তৃণমূল-বিজেপি বচসায় উত্তপ্ত বিধানসভা। এরপর সরাসরি বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভাঙার হুমকি উদয়নের।