(Source: ECI/ABP News/ABP Majha)
Nadia Incident : নদিয়ার নাকাশিপাড়াতে ৮ বছরের নাবালিকাকে হেনস্থা, কামড়ে দেওয়ার অভিযোগ
ABP Ananda Live : নদিয়ার নাকাশিপাড়াতে ৮ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন, কামড়ে দেওয়ার অভিযোগ। প্রতিবেশী অভিযুক্তকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। অভিযোগ, খেলার সময় নাবালিকাকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। ডেকে নিয়ে গিয়ে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে।
ভাটপাড়া পুরসভার দুর্নীতি তদন্তে ভবানীভবনে অর্জুন সিংহ। টেন্ডার দুর্নীতির অভিযোগে প্রাক্তন বিজেপি সাংসদকে CID তলব। হাইকোর্টের নির্দেশে অর্জুনকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। ভবানীভবনে যাওয়ার আগে বিস্ফোরক অভিযোগ অর্জুনের। 'রাশিয়া থেকে রাসায়নিক এনে খুনের চক্রান্ত করা হচ্ছে'। '২-৩ মাসের মধ্যে কিছু হয়ে গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী, সরকার, CID', বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। ১৭ নভেম্বর আরজি কাণ্ডের ১০০ দিন পূর্ণ হচ্ছে। ওইদিন অভয়া মঞ্চের ডাকে একগুচ্ছ কর্মসূচি পালন করা হবে । একশো সাইকেল মিছিল, একশো মশাল, একশো সেকেন্ড নীরবতা, একশো রাস্তার মোড়ে প্রতিবাদ কর্মসূচি। বিকেল ৫ টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চ।