Udayan Guha: অন্যকে ছোটো করে নিজে এগোনো যায়না, ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে কটাক্ষ উদয়নের ।Bangla News
আর্থিক তছরুপের অভিযোগ ঘিরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর সঙ্গে তাঁর পুরনো দল ফরওয়ার্ড ব্লকের বিবাদ প্রকাশ্যে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলার সম্পাদক অক্ষয় ঠাকুর অভিযোগ করেন, ২০১৫-য় তৃণমূলে যোগদানের আগে ফরওয়ার্ড ব্লকের তত্কালীন জেলা সম্পাদক উদয়ন গুহ সদস্যপদের চাঁদার ১৫ হাজার টাকা ও ১৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি দিনহাটার সুভাষ ভবন দখল করে সব মিলিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা তছরুপ করেছেন। এই নিয়ে নিজের পুরনো দল ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদককে পাল্টা জবাব দিয়েছেন দিনহাটার তৃণমূল বিধায়ক। গতকাল সোশাল মিডিয়ায় পোস্ট করে তাঁর দাবি, সুভাষ ভবন ফরওয়ার্ড ব্লক তৈরি করেনি। যাঁরা করেছিলেন, তাঁরা সবাই এখন তৃণমূলে।
বামফ্রন্টের ভোটের শতাংশ নামতে নামতে ৫-৬ শতাংশ হয়েছে, সেখানে ফরওয়ার্ড ব্লকের ভোটের শতাংশ ১-২ শতাংশও নয়। রাজনীতিটা করুন, এভাবে অন্যকে ছোটো করে নিজে এগোনো যায়না, কটাক্ষ উদয়নের।