Purulia: এবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া ATM-এ ঢুকে লুঠের চেষ্টা
পুরুলিয়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ডাকাতির কিনারা হওয়ার আগেই, এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া ATM-এ ঢুকে লুঠের চেষ্টা চালাল দুষকৃতীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ প্রথমে ATM-এ হানা দেয় ডাকাতদল। লুঠের চেষ্টা ব্যর্থ হওয়ায়, এরপর ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকে পড়ে কয়েকজন ডাকাত। স্থানীয়দের দাবি, দুষকৃতীরা সংখ্যায় ৪-৫ জন ছিল। ব্যাঙ্কের বিপদ ঘণ্টি বেজে ওঠায় শেষে ডাকাতরা পালিয়ে যায়।
এর আগে ২৯ অগাস্ট, পুরুলিয়া শহরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি। ৪ দিন পরেও দুষকৃতীরা অধরা। তার মধ্যেই হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
পুরুলিয়ায় গয়নার দোকানে ডাকাতির কিনারার আগেই ফের ডাকাতির চেষ্টা
এবার হুড়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতি ও ব্যাঙ্ক লাগোয়া এটিএম লুঠের চেষ্টা
এটিএম লুঠের চেষ্টা ব্যর্থ ব্যাঙ্কের শাটার ভেঙে, গ্রিল কেটে ভিতরে ঢুকল দুষ্কৃতীদল!
ব্যাঙ্কের বিপদঘণ্টি বেজে ওঠায় পালিয়ে যায় ডাকাতরা, দাবি স্থানীয়দের
পুরুলিয়ায় সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ৪ দিন পরেও অধরা দুষ্কৃতীরা