Russia News: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ । ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮ দশমিক ৮ । ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার সাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ । স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয় । প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা । এই এলাকাতেই পরমাণু অস্ত্র মজুত রাখে আমেরিকা ও রাশিয়া । প্রবল ভূমিকম্পে সেই বিপুল পরমাণু অস্ত্রের ভাঁড়ারের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তা । জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কা । সমস্ত কর্মীকে পারমাণবিক কেন্দ্র থেকে বার করে দেওয়া হয়েছে । জাপানের টোকিওয় আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ।
গত ২৪ ঘণ্টায় আলাস্কা সংলগ্ন এলাকায় ২০০-রও বেশি কম্পন অনুভূত । জাপান, আলাস্কা ও হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি। ওই সমস্ত এলাকার উপকূল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে
কুড়ি ফুটেরও বেশি উঁচু ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা

















