এক্সপ্লোর
১৪ জুন আত্মহত্যা, অথচ বোর্ডে লেখা ছিল ২৯ জুনের পরিকল্পনাও! পিএমও-কে ট্যাগ করে ছবি পোস্ট সুশান্তের দিদির
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুললেন তাঁর বোন শ্বেতা সিং। শ্বেতা ইনস্টাগ্রামে লিখেছেন ২৯ জুন কী করবেন তা লিখে রেখেছিলেন সুশান্ত। তাঁর মৃত্যু হয় ১৪ই জুন। শ্বেতার প্রশ্ন ডিপ্রেশনেই যদি তিঁনি আহতহত্যা করবেন তাহলে কেন ২৯ জুন কী করবেন তা লিখে রেখেছিলেন। কদিন পরেই যিনি আত্মহত্যা করবেন তিঁনি কী ভবিষ্যতের কথা ভেবে রাখবেন। এই প্রশ্ন তুলেছেন সুশান্তের বোন। সেই সঙ্গে ট্যুইট করে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এরই মধ্যে আগে মৃত্যুর আগে সুশান্তের আঁচার আচরণ কেমন ছিল তা জানতে তাঁর শেষ ছবি দিল বেচারার টিমকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে বিহার পুলিশ।
খবর
দিল্লি বিস্ফোরণকাণ্ডে কাশ্মীরের ৮ জায়গায় NIA-এর তল্লাশি
আরও দেখুন
Advertisement




















