Sourav Ganguly Birthday: ৪৯ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, শুভেচ্ছার বন্যা সোশ্যাল সাইটে
বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের (Sourav Ganguly) ৪৯ তম জন্মদিনে উপহারের ঢল। শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছার বার্তা ক্রিকেটার থেকে বিসিসিআই, আইসিসির। প্রাক্তন সতীর্থ সচিন তেন্ডুলকরের বাংলায় শুভেচ্ছায় জানিয়ে ট্যুইট। আর এসবের মধ্য়েই মহারাজের মন পড়ে মাঠে।
রাজ্য সরকারের উদ্য়োগে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। খুশি পড়ুয়ারা। বাঁশদ্রোণীর বাসিন্দা পুজা মণ্ডল। আশুতোষ কলেজের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পড়া চালিয়ে যেতে প্রতি বছর লাগে প্রায় ২৪ হাজার টাকা। ছাত্রীর দাবি, সেই টাকার সংস্থান না হওয়ায় মাঝে মাঝে থমকে যায় ক্যারিয়ারের চিন্তা। ক্রেডিট কার্ডের আবেদন করার পর নতুন করে আত্মবিশ্বাসী তিনি। রাজ্য সরকারের এই প্রকল্পে উচ্চ শিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্র-ছাত্রীরা। ঋণ মিলবে স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক পাঠ্যক্রম, ডিপ্লোমা পাঠ্যক্রম, ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল স্তরে গবেষণার খরচ চালাতে। IAS, IPS, WBCS-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও এই সুবিধা নেওয়া যাবে। কোর্স ফি, টিউশন ফি, ল্যাপটপ, কম্পিউটার কেনার জন্য ঋণ দেওয়া হবে। ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্র-ছাত্রীরা এই ঋণের সুবিধা নিতে পারবেন। চাকরি পাওয়ার প্রথম বছরে শুরু করতে ঋণ শোধ করার প্রক্রিয়া। ঋণ শোধ করার জন্য ১৫ বছর সময় মিলবে। এই সুযোগ সব ধরনের পড়ুয়ার জন্য। টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের বহুতলে থাকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া দীপান্বিতা চট্টোপাধ্যায়। বালিগঞ্জ শিক্ষা সদনের ছাত্রী। বাবা দিল্লিতে চাকরি করেন। উচ্চ মাধ্যমিকে রেজাল্ট হাতে পাওয়ার পর ইচ্ছে দিল্লিতে গিয়ে পড়াশোনা করার। আত্মনির্ভর হতে চান এই ক্রেডিট কার্ড দিয়ে। রাজ্য়ের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে মিলবে ঋণের সুবিধা। সরাসরি স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালে ঢোকার URL wbscc.wb.gov.in। যে কোনও প্রয়োজনে ১৮০০১০২৮০১৪ এই টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে।